রচনায়: মো: হারুন অর রশিদ
জ্ঞানের আলো জ্বালাতে
সত্যের সংলগ্ন কবিতা লিখার
স্বপ্ন রয়েছে আমার,
তাই মানসিক জগতে সত্যের আলো
ছড়িয়েছে দেই অকুল পাথার।
শিক্ষার দরজায় নকল দ্বারা প্রবেশ পেয়েছে
এমন ভাবনা যদি থাকে কারো,
হৃদয়ে কেবল নকলকে ভালবেসে
ভুলের অভিজ্ঞতার মধ্যে মূল্যবান খুজোঁ
সত্যের আলোর কাছে হারো।
তাই লিখি এই কবিতা সত্যের উদ্দেশ্যে,
নকলের ছায়া থেকে মুক্তি,
সংস্কৃতির চোখে কখনো অন্ধকার দেখো না
মনে রেখো আমার এ উক্তি।
পথের সাথী যদি হয় নকলের ভুলগাড়ি,
পথভ্রষ্ট করে শিল্পের সুন্দর ছাড়ি,
তাহলে কিভাবে সংগ্রামে সত্যের আলো
ছড়িয়ে দেবে পাড়ি?
তাই নকলের মেঘ ছড়িয়ে এসো সত্যের সূচনায়।