লেবুর রঙ হল সুন্দর,
গন্ধ মুখে বেঁচে রেখে সতেজ করে অন্তর।
লেবুর পানি সমুদ্রের মেঘের রঙে,ভিটামিন সি সুপরিকল্পিত থাকে
এই লেবুর শরবতে।
গরমে শরীর কঠিন হয়ে যায় মানবের,
লেবুর শরবত দিয়ে ঠান্ডা হয় জীবের।
তাপমাত্রা স্বাভাবিক হয় পুনঃস্থাপনে,
সুস্থ হয়ে উঠে মানুষ প্রশান্তির মনে।
পটাসিয়াম ভরপুর লেবুর মধুর স্পর্শে,
পরিবেশন করে শরীরে শান্তি ও স্বস্তি।
লেবুর রসে সুখে যাওয়া দূর,
প্রাতঃকালে খালি পেটে, লেবু পানি সেবন করলে
বিষাক্ত টক্সিন শরীর ছাড়ায় উজ্জ্বল ভাবে,
মসৃণ রঙে চেয়ে আনে আনন্দ বিভোর।
খাওয়ার অন্তরগত পরম ভোজনে,
লেবু না থাকলে হয়না সন্তুষ্ট নয়নে।
গরম দিনে লেবুর শরবতে নিতে চাই
হৃদয় ভরিয়ে তৃষ্ণায় শান্ত মনে।
গ্লাসে পুরে লেবুর রস পানির মতো,
মুখে ফেলে ঠাণ্ডা সুবাস আগমনে।
তাপমাত্রা বাড়ছে বাইরে,
লেবুর শরবত মন আনন্দিত করে
তৃষ্ণা মেটায় আন্তরিক আনন্দের মতো,।
মো: হারুন অর রশিদ
No comments:
Post a Comment