click here

get free $100

cool

just one click $50

click here

income button

hellow button

$300

Showing posts with label বাংলা খবর. Show all posts
Showing posts with label বাংলা খবর. Show all posts

Saturday, November 23, 2024

বিয়ের ৪ দিন পর স্বামীর মোবাইলে ভিডিও পাঠান প্রাক্তন প্রেমিক, অতঃপর…

November 23, 2024 0

 

নোয়াখালীর সুবর্ণচরে স্বামীর মুঠোফোনে সাবেক প্রেমিকের পাঠানো ম্যাসেজ, ভিডিও নিয়ে অপবাদের জেরে স্বামীর বাড়িতে প্রাণ দিতে হলো নববধূ ফাহিমা আক্তার পপিকে (২২)। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ঢাকার ওয়ান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শনিবার সকালে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। 

এর আগে, গত বুধবার (২০ নভেম্বর) বিকেলে উপজেলার চরবাটা ইউনিয়নের নিজ বাড়ির পাশে এক আত্মীয় বাড়িতে সে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে।    

পপি উপজেলার চরবাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মো. সেলিমের মেয়ে। তিনি সৈকত সরকারি কলেজে বিএ প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কলেজে পড়াশুনা করার সময় পপির সাথে মহিন ইসলাম রিয়াদের পরিচয় হয়। পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়ে গত সোমবার ১৮ নভেম্বর সন্ধ্যায় বিজিবি সদস্য আব্দুল্লাহ আল মাহমুদের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর রিয়াদ পপির স্বামী মাহমুদের কাছে দাবি করে পপির সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। এরপর রিয়াদ পপির সংসার ভাঙার জন্য তার সাথে পপির বিভিন্ন ম্যাসেজ, যৌথভিডিও তার স্বামীর মুঠোফোনে প্রেরণ করে। এ নিয়ে মাহমুদ ও তার পরিবারের সদস্যরা নববধূকে ‘চরিত্র ভালো নয়’ বলে বিভিন্ন অপবাদ দিতে থাকে। 

পরবর্তীতে মাহমুদ পপির সাথে সংসার করবে না বলে জানায় এবং তার মতো মেয়ে বেঁচে না থেকে মরে যাওয়ার জন্য বলে অপবাদ দেয়। পরে বুধবার সন্ধ্যায় নিজ বাড়ির পাশে এক আত্মীয় বাড়িতে পপি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। তাৎক্ষণিক পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে গেলে গতকাল শুক্রবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, এ ঘটনায় নিহত নববধূর চাচা বাদী হয়ে লিখিত অভিযোগ করেছেন। পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।  



পাহাড়ের তিন রত্ন-কন্যাকে রাজকীয় সংবর্ধনা

November 23, 2024 0

 

রাজকীয়ভাবে সংবর্ধনা দেওয়া হয়েছে পাহাড়ের তিন রত্ন কন্যাকে। সম্প্রতি সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয়ী রুপনা চাকমা, ঋতুপর্ণা চাকমা ও মনিকা চাকমাকে এই সংবর্ধনা দেয়া হয়। শুধু ক্রেস্ট কিংবা ফুলের সংবর্ধনা নয়, ছিল নগদ অর্থও। সংশ্লিষ্টরা বলছেন, এ সংবর্ধনা পাহাড়ের নতুন খেলোয়াড়রাদেরও অনুপ্রেরণা দেবে।

সরেজমিন ঘুরে দেখা গেছে, শনিবার সকাল ৮টা। নানা রঙের ফুলে সাজানো একটি ছাদ খোলা বাস। বাসের সামনে বাদ্যযন্ত্রির দল। সাথে আছে মোটরসাইকেল র‌্যালি। এক ঝাঁক তরুণ-তরুণীকে নিয়ে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ে থেকে রওনা হয় গাড়ির বহরটি। সবুজ পাহাড়ের আকাঁবাকাঁ সড়ক পেরিয়ে রাঙামাটি কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের বিদ্যালয় মাঠে পৌঁছায় গাড়ি বহর। এখানে আগে থেকেই অপেক্ষায় ছিলেন রুপনা চাকমা, ঋতুপর্ণা চাকমা ও মনিকা চাকমা। তাদের নিয়ে ছাদখোলা গাড়ি বহরটি আবার রওনা দেয় রাঙামাটি শহরের দিকে। শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে তাদের আনা হয় রাঙামাটি স্টেডিয়ামে। আগে থেকেই রঙ বেরঙের বেলুন আর ফুল দিয়ে সাজানো ছিল অস্থায়ী সংবর্ধনা মঞ্চ। এসময়  দেশের জন্য গৌরব অর্জনকারী নারী ফুটবলারদের এক নজর দেখতে ভিড় জমে বিভিন্ন বয়সের মানুষের। অস্থায়ী মঞ্চে প্রথমে সংবর্ধনা জানান রাঙামাটি জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান। রুপনা, ঋতুপর্ণা ও মনিকা চাকমার হাতে তুলে দেন ফুল ও ক্রেস্ট। তিন জনকে এক লাখ টাকা করে মোট তিন লাখ টাকার চেকও দেয়া হয়। একইভাবে রাঙামাটি সেনা রিজিয়নের ব্রিগেডিয়ার জেনারেল মো.  শওকত ওসমান তিন রত্ন কন্যাকে তিন লাখ টাকার চেক প্রদান করেন। এছাড়া রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদারও তিন জনকে একলাখ টাকা করে তিন লাখ টাকার চেক প্রদান করেন। এছাড়া রাঙামাটি পৌরসভার পক্ষ থেকে ৫০ হাজার টাকা করে তিন জনকে দেড় লাখ টাকার চেক প্রদান করেন।BD

 
এমন সংবর্ধনা পেয়ে উচ্ছ্বসিত ছিলেন রুপনা চাকমা, ঋতুপর্ণা চাকমা ও মনিকা চাকমা। তারা বলেন, পাহাড়ের মেয়ে হয়ে আমরা বাংলাদেশের জন্য খেলতে পেরে খুবই আনন্দিত। আমাদের এ অর্জন রাঙামাটি ও খাগড়াছড়িবাসীর অনুপ্রেরণা। আমরা আমাদের জন্মস্থানের মানুষদের ভালোবাসা কখনো ভুলবো না।
  
এ সংবর্ধনার মধ্যে দিয়ে অনুপ্রেরণা তৈরি হবে পাহাড়ের নতুন খেলোয়াড়দেরও বলেন রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. শওকত ওসমান। তিনি বলেন, পাহাড়ের এ কন্যাদের জয় একটা সম্প্রীতির মেলবন্ধন তৈরি করেছে। নতুন খেলোয়াড় উঠে আসার জন্য আজকের এ সংবর্ধনা একটি বড় প্লাটফর্ম। এ সংবর্ধনা থেকে আমরা যেমন তাদের অভিনন্দ জানাচ্ছি। তেমনি শিক্ষার্থীরা অনুপ্রেরণা পাবে খেলার প্রতি। 

রাঙামাটি জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান বলেন, আমরা চেষ্টা করেছি জয়ীদের যথাযত সম্মামনা দিতে। সংবর্ধনাটি উচ্ছ্বাসে পরিণত হয়েছে মানুষের মধ্যে। রাঙামাটিবাসী তাদের সংবর্ধনা দেখে আনন্দিত। আনন্দিত সাফ জয়ীরা। আমরা চেষ্টা করছি বিকেএসপি প্রতিষ্ঠা করতে রাঙামাটিতে। বিকেএসপি প্রতিষ্ঠা হলে পাহাড়ে হাজারো রুপনা, ঋতুপর্ণা ও মনিকা চাকমা তৈরি হবে। খেলার প্রতি আগ্রহ বাড়বে এ অঞ্চলের সন্তানদের।



Monday, July 29, 2024

ডিবি অফিসে খাবার, জাতিকে নিয়ে মশকরা করবেন না: হাইকোর্ট

July 29, 2024 0

 ডিবি অফিসে খাবার, জাতিকে নিয়ে মশকরা করবেন না: হাইকোর্ট

ফাইল ছবি

রাষ্ট্রপক্ষের আইনজীবীদের উদ্দেশ্য করে হাইকোর্ট বলেছেন, জাতির সঙ্গে মশকরা করবেন না। যাকেই ধরে নেন (ডিবি অফিস) তাকেই খাবার টেবিলে বসিয়ে দেন। এগুলো কেন করতে গেলেন। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ জন সমন্বয়কের মুক্তি এবং ছাত্রদের উপর গুলি চালানোর উপর নিধেষাঞ্জা চেয়ে করা এক রিটের শুনানিতে আজ সোমবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ এই মন্তব্য করেন। 

এর আগে গতকাল (রবিবার) ফেসবুক পোস্টে আন্দোলনের সমন্বয়কদের নিয়ে কনফারেন্স রুমে বসে নাস্তা করার ছবি আপলোড করেন ডিএমপির ডিবিপ্রধান হারুন অর রশীদ। 

ফেসবুক পোস্টে হারুন অর রশীদ লিখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। ডিবি কার্যালয়ে এনে তাদের সাথে কথা বললাম। শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে আমাদের পরিকল্পনার কথা জানানোর পর তাদের উদ্বেগ দূর হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে টিম ডিবি ডিএমপি বদ্ধপরিকর।

Thursday, March 28, 2024

ফুটবলারকে চুমু: বড় শাস্তি পাচ্ছেন স্পেনের সেই বোর্ড প্রধান!

March 28, 2024 0

ফুটবলারকে চুমু: বড় শাস্তি পাচ্ছেন স্পেনের সেই বোর্ড প্রধান!

ফুটবলারকে চুমু: বড় শাস্তি পাচ্ছেন স্পেনের সেই বোর্ড প্রধান!

বিশ্বকাপ জেতার আনন্দে নারী ফুটবলারকে চুমু দিয়ে বিতর্কের জন্ম দেন স্পেন ফুটবল ফেডারেশনের সাবেক সভাপতি লুইস রুবিয়ালেস। এই ঘটনার জেরে চাকরি হারানোর পর এবার বড় শাস্তি পেতে যাচ্ছেন তিনি।

স্প্যানিশ নারী ফুটবলার হেনিফার হারমোসোকে তার ইচ্ছার বিরুদ্ধে চুমু দিয়ে বিপাকে পড়েছেন রুবিয়ালেস। ঘটনার জেরে প্রথমে চাকরি হারান তিনি। বিষয়টি তদন্তের পর এবার বিচারের জন্য তোলা হয়েছে আদালতে। সেখানে দোষী সাব্যস্ত হলে কারাগারে যেতে হতে পারে তাকে।

হেনিফারকে চুমু দেয়ায় রাষ্ট্রপক্ষের আইনজীবী মার্তা দুরান্তেজ ৪৬ বছর বয়সী রুবিয়ালেসের বিরুদ্ধে যৌন নিপীড়ন এবং জবরদস্তিমূলক কর্মকাণ্ডের অভিযোগ এনেছেন। এমন অপরাধের শাস্তি হিসেবে রুবিয়ালেসকে আড়াই বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত করার দাবিও জানান তিনি।  

যৌন নিপীড়নের জন্য ১ বছর এবং জবরদস্তিমূলক কর্মকাণ্ডের জন্য ১৮ মাস বা দেড় বছর সাজা চেয়েছেন দুরান্তেজ। তিনি আরও দাবি করেছেন, হারমোসোকে ৫০ হাজার ইউরো (৫৯ কোটি ৪০ লাখ টাকা) ক্ষতিপূরণও দিতে হবে রুবিয়ালেসকে।  
 
দুরান্তেজের অভিযোগ আছে স্পেন নারী দলকে বিশ্বকাপ জেতানো কোচ হোর্হে ভিলদা, ফেডারেশনের বর্তমান ক্রীড়া পরিচালক আলবার্ত লুকি, ফেডারেশনের মার্কেটিং বিভাগের প্রধান রুবেন রিভেরার বিরুদ্ধেও। রুবিয়ালেসকে সমর্থন জানানো এবং ‘চুমুটি দুজনের সম্মতিতেই হয়েছিল’—হারমোসোকে দিয়ে জোর করে এমন কথা বলানোর অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।

ভিলদা, লুকি ও রিভেরার শাস্তি হিসেবে দেড় বছরের কারাদণ্ড দাবি করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। এছাড়া হারমোসোকে ক্ষতিপূরণ হিসেবে রুবিয়ালেস, ভিলদা, লুকি ও রিভেরাকে যৌথভাবে আরও ৫০ হাজার ইউরো দিতে বলেছেন। তবে আদালতে উপস্থিত হয়ে ভিলদা, লুকি ও রিভেরা তাদের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।  

Wednesday, March 20, 2024

আমাকে ‌‘কিং’ বলে ডাকবেন না : কোহলি

March 20, 2024 0

 

আমাকে ‌‘কিং’ বলে ডাকবেন না : কোহলি

 

আমাকে ‌‘কিং’ বলে ডাকবেন না : কোহলি

বিরাট কোহলি। ফাইল ছবি

সদ্য শেষ হওয়া ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলেননি বিরাট কোহলি। সন্তানের জন্মের জন্য ছুটিতে ছিলেন। লন্ডন থেকে ফিরে সোজা যোগ দিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) শিবিরে। আর এসেই সমর্থকদের কাছে বিশেষ অনুরোধ করেছেন, যাতে কেউ তাকে ‘কিং’ না ডাকেন।

আগামী ২২ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএলের ১৭তম আসর। তার আগে মঙ্গলবার চেন্নাইয়ের চিন্নাস্বামী স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনে আনবক্স অনুষ্ঠান করেছে আরসিবি। যেখানে নিজেদের নতুন করে ব্র্যান্ডিং করল আইপিএলের জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি।

জমকালো সেই অনুষ্ঠানে হাজির ছিলেন কোহলিও। সেখানে বিরাটকে ‘কিং কোহলি’ বলে সম্বোধন করেন সঞ্চালক দানিশ। সঙ্গে সঙ্গে কোহলি বলে ওঠেন, তাকে যেন ‘কিং’ বলে না ডাকা হয়।

কোহলির কথায়, আপনারা দয়া করে আমায় ওই নামে ডাকা বন্ধ করুন। আমাকে শুধু বিরাট বলুন। আমি ফ্যাফ ডু প্লেসিসকেও বলছিলাম, প্রতি বছর আমায় যখনই ওই নামে ডাকা নয়, ভীষণ লজ্জা পাই। তাই আবারও বলছি, প্লিজ এর পর থেকে ওভাবে সম্বোধন করবেন না। আমার লজ্জা লাগে।

অনুষ্ঠানে আইপিএলের ১৭তম আসরে এসে নিজেদের নাম পরিবর্তন করল বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর (আরসিবি)। এবার থেকে ‘বেঙ্গালোর’র পরিবর্তে ‘বেঙ্গালুরু’ রাখা হয়েছে।

তবে খুব একটা পরিবর্তন আসেনি আরসিবির নামে। তারা কেবল দক্ষিণ ভারতের এই শহরের নামের সঙ্গে মিল রেখে ছোট একটি পরিবর্তন এনেছে। ‘বেঙ্গালোর’র বদলে এখন থেকে ‘বেঙ্গালুরু’ ডাকা হবে ফ্র্যাঞ্চাইজিটির নামের শেষাংশকে।

Saturday, February 24, 2024

দুই বিদেশি ক্রিকেটার নিয়ে চিন্তায় চেন্নাই

February 24, 2024 0

 

দুই বিদেশি ক্রিকেটার নিয়ে চিন্তায় চেন্নাই

 

দুই বিদেশি ক্রিকেটার নিয়ে চিন্তায় চেন্নাই

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের সূচি গত বৃহস্পতিবার ঘোষণা হয়েছে। তার পরের দিনই খানিকটা দুঃসংবাদ চেন্নাই সুপার কিংস শিবিরে। তাদের দুই বিদেশি ক্রিকেটার দেশের হয়ে খেলতে গিয়ে চোট পেয়েছেন। তাদের আইপিএলে খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

মহেন্দ্র সিংহ ধোনির দলের এই দুই ক্রিকেটার হলেন ডেভন কনওয়ে এবং রাচিন রবীন্দ্র। কনওয়ে গত দুই আসর ধরেই চেন্নাইয়ে খেলছেন। আর রবীন্দ্রকে গত নিলামেই ১.৮ কোটি রুপি দিয়ে দলে ভিড়িয়েছে চেন্নাই।

শুক্রবার অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে রবীন্দ্র খেলতে পারেননি চোটের কারণে। প্রথম ম্যাচে বাঁ-হাঁটুতে চোট পেয়েছিলেন তিনি। সেই চোট এখনও সারেনি।

শুধু তাই নয়, প্রথমে মনে করা হয়েছিল সেই চোট আহামরি কিছু নয়। এক সপ্তাহের মধ্যেই সুস্থ হয়ে যাবেন তিনি। কিন্তু স্ক্যানের পর বোঝা গিয়েছে তা সারতে সময় লাগতে পারে। ঠিক কী হয়েছে তা এখনই বোঝা যাচ্ছে না। কিন্তু এক মাস পর থেকে আইপিএলে খেলতে পারবেন কি না তা এখনও স্পষ্ট নয়।

 

Friday, February 23, 2024

ইসলামে মাতৃভাষার মর্যাদা অপরিসীম

February 23, 2024 0

 

ইসলামে মাতৃভাষার মর্যাদা অপরিসীম

 

ইসলামে মাতৃভাষার মর্যাদা অপরিসীম

প্রতীকী ছবি

ফেব্রুয়ারি মাতৃভাষা বাংলার জন্য আত্মত্যাগের মাস। সালাম, জব্বার, রফিক, বরকত প্রমুখ ছাত্র-জনতা এদিন মাতৃভাষার মর্যাদা প্রতিষ্ঠার জন্য বুকের রক্ত ঢেলে দিয়েছিলেন। অর্জন করেছিলেন মাতৃভাষায় কথা বলার অধিকার। 

মহান আল্লাহ মানবজাতিকে আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন। তিনি মানবজাতিকে সৃষ্টি করেছেন তাঁর ইবাদতের জন্য। আল্লাহতায়ালার দরবারে বান্দা ইহ জগৎ ও আখিরাতের মঙ্গলের জন্য যে প্রার্থনা করবে তা হওয়া উচিত তার মাতৃভাষায়। কারণ মাতৃভাষায় মানুষ যে আবেগ-অনুভব প্রকাশ করে তা অন্য কোনো ভাষায় সম্ভব নয়। 

মানুষকে আল্লাহতায়ালা তার মনের ভাব প্রকাশের জন্য ভাষা শিক্ষা দিয়েছেন। মাতৃভাষা তার আবেগ প্রকাশের প্রধান মাধ্যম। দুনিয়ায় প্রায় ৫ হাজারের মতো ভাষা রয়েছে। ভাষার বৈচিত্র্য আল্লাহতায়ালার কুদরতের নিদর্শন।

পবিত্র কোরআনের সুরা রুমের ২২ নম্বর আয়াতে বলা হয়েছে, ‘তাঁর আরও একটি নিদর্শন হচ্ছে আকাশম-লী ও পৃথিবীর সৃষ্টি এবং তোমাদের ভাষা ও বর্ণের বৈচিত্র্য। নিশ্চয়ই এতে জ্ঞানীদের জন্য রয়েছে নিদর্শন।’ 

সুরা আর-রাহমানের এক থেকে চার নম্বর আয়াতে আল্লাহ বলেন, ‘দয়াময় আল্লাহতায়ালা মানুষকে শিক্ষা দিয়েছেন কোরআন। সৃষ্টি করেছেন মানুষ। শিক্ষা দিয়েছেন ভাষা বর্ণনার কলাকৌশল।’ 

সুরা ইব্রাহিমের চার নম্বর আয়াতে বলা হয়েছে, ‘আমি প্রত্যেক রসুলকে তাঁর নিজ জাতির ভাষায় পাঠিয়েছি, যাতে তাদের আল্লাহতায়ালার বিধানসমূহ সুস্পষ্ট করে বুঝিয়ে দিতে পারেন।’ 

প্রত্যেক নবী-রসুল তাঁর মায়ের ভাষায় তাঁর জাতির কাছে আল্লাহর বাণী পৌঁছে দিয়েছেন। মায়ের ভাষার মাধ্যমেই মানুষকে আল্লাহর নির্দেশিত পথে চলার আহ্বান জানিয়েছেন। 

আল্লাহতায়ালা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ করে সুরা দুখানের ৫৮ নম্বর আয়াতে ইরশাদ করেন, ‘আমি তো কোরআনকে আপনার ভাষায় সহজ করে নাজিল করেছি, যাতে তারা সহজে উপদেশ গ্রহণ করতে পারে।’ 

পবিত্র কোরআনের সুরা আশ-শুরার ৭ নম্বর আয়াতে ইরশাদ করা হয়েছে, ‘এমনিভাবে আমি আপনার প্রতি আরবি ভাষায় কোরআন নাজিল করেছি। যাতে আপনি মক্কা ও তার আশপাশের লোকদের হাশরের দিন সম্পর্কে সতর্ক করেন।’ 

ভাষার প্রতি গুরুত্ব দিয়ে আল্লাহপাক সুরা ইউসুফের ২ নম্বর আয়াতে ঘোষণা করেন, ‘আমি কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি, যাতে তোমরা সহজে বুঝতে পার।’ 

সুরা মারইয়ামের ৯৭ নম্বর আয়াতে আল্লাহ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন, ‘আমি কোরআনকে আপনার ভাষায় সহজ করে দিয়েছি, যাতে আপনি অতি সহজে মুত্তাকিদের সুসংবাদ দেন আর কলহকারীদের সতর্ক করেন।’ 

মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমেই আমরা জানতে পারি, ইসলামী আদর্শ যেমন সর্বজনীন, তেমনিভাবে ভাষা-বর্ণও সর্বজনীন। আল্লাহ আমাদের মাতৃভাষা বাংলা ভাষার মর্যাদা রক্ষার তৌফিক দান করুন। আমিন।
                        


Thursday, December 28, 2023

নতুন মায়েরা যা করবেন

December 28, 2023 0

 

যা করবেন নতুন মায়েরা

 

যা করবেন নতুন মায়েরা

প্রতীকী ছবি

Watch video

জন্মের পর থেকে ছয় মাস বয়স পর্যন্ত একটি শিশু কেবল মায়ের দুধ খাবে। এটা আমরা সব সময়ই শুনে আসছি; কিন্তু শিশু যাতে মায়ের দুধ ভালোভাবে পায় সেজন্য কী কী করণীয় তা কি আমরা জানি?

দুধ যদিও মা খাওয়াবেন কিন্তু এখানে পুরো পরিবার-পরিজনের ভূমিকাও রয়েছে। দুধের পর্যাপ্ততা মায়ের মনো-দৈহিক অবস্থার ওপর নির্ভরশীল। মায়ের খাবার যেমন পর্যাপ্ত হতে হবে, নিশ্চিত করতে হবে ঘুম। তাছাড়া মানসিকভাবে মায়ের ভালো থাকাটাও জরুরি।

নতুন মায়েদের ওপর অনেক ধরনের মানসিক ও শারীরিক চাপ থাকে, পরিবারের সব সদস্য যদি সহযোগিতা না করেন তবে নবজাতকের খাবারের ঘাটতি দেখা দিতে পারে।

আসুন জেনে নেই কী কী উপায়ে মায়ের দুধের পরিমাণগত ও গুণগত মান উন্নত করা যায় :

১. নতুন মাকে কোনোভাবেই মানসিক চাপ দেওয়া যাবে না। 
২. নির্দিষ্ট সময়ে রুটিন করে খাবার খেতে হবে। 
৩. দিনে ছয়-সাত বার খাবার খাবেন মা, নিজে। তিনটি ভারি খাবারের পাশাপাশি তিন/চার বার হালকা নাশতা। তাছাড়া তরল খাবারের আধিক্য রাখতে হবে। খেতে পারেন সুপ, ডাবের পানি, ফলের রস বা আস্ত ফল। 
৪. মায়ের যাতে ক্যালসিয়ামের ঘাটতি দেখা না দেয় তাই দুধ ও দুধজাত খাবার যেমন- দই, পায়েস, পুডিং অথবা পনির খেতে হবে। যাদের ল্যাকটোজ সহ্য হয় না তারা অবশ্য গাঢ় সবুজ শাক-সবজি ও ছোটমাছ খেতে পারবেন। 
৫. শর্করা জাতীয় খাবার বেশি না খেয়ে আমিষ জাত খাবার খেতে হবে। দিনে অন্তত একটি ডিম খাদ্য তালিকায় রাখতে হবে। 
৬. দুধ খাওয়ানোর আগে তরল কিছু খেয়ে নিলে দুধের ফ্লো ভালো থাকবে। 
৭. কর্মজীবী মায়েরা দুধ এক্সপ্রেস করে সংরক্ষণ করতে পারেন। সে ক্ষেত্রে বাচ্চাকে একবার খাওয়ানোর পর আবার খাওয়ানোর আগে দুধ এক্সপ্রেস করবেন। 
৮. কাচের বোতলে ১, ২ এভাবে নম্বর দিয়ে দুধ সংরক্ষণ করবেন। আগে বের করা দুধ আগে খাইয়ে শেষ করতে হবে। 
৯. কক্ষ তাপমাত্রায় বুকের দুধ চার ঘণ্টা পর্যন্ত রাখা যাবে, ঘরে ব্যবহার হয় যে রেফ্রিজারেটর তাতে এক সপ্তাহ রাখলে দুধের গুণগত মান ঠিক থাকে। আর ডিপ ফ্রিজে থাকলে তা এক বছর সংরক্ষণ করা যায়। তবে বাচ্চাদের খাওয়ানোর আগে গরম পানির ওপর বসিয়ে দুধ হালকা গরম করে নিতে হবে। যাতে বাচ্চার ঠাণ্ডা না লাগে। 
১০. দুধের পরিমাণ বাড়াতে কাঠবাদাম, কালিজিরা, লাউ, পালং শাক, মেথি, ওটস ইত্যাদি খাওয়া উচিত। 

Watch video link-

Download  link-

যেমন হতে পারে একদিনের খাদ্য তালিকা :

সকাল : দুটো রুটি, এক কাপ সবজি, একটা ডিম সেদ্ধ।
মধ্য সকাল : একটা কলা, পাঁচ-সাতটা কাঠ বাদাম, এক কাপ দুধ।
দুপুর : দুই কাপ ভাত, এক কাপ ডাল, দুই পিস মাছ/ মুরগির মাংস, এক কাপ মিক্সড সবজি, কালিজিরার ভর্তা, সালাদ ও লেবু। 
বিকাল : ওটস আর বাদামের লাড্ডু একটা, ফল বা ফলের রস। 
রাত : রুটি দুইটা বা ভাত এক কাপ, ডাল এক কাপ, লাউ তরকারি এক কাপ, মাছ/মুরগির মাংস দুই পিস ও লেবু। 
রাতের নাশতা : এক কাপ দই + একটা খেজুর।
শোবার আগে : এক কাপ দুধ, দুই পিস প্লেইন টোস্ট
এগুলোর পাশাপাশি ডাবের পানি, বাদাম, সালাদ খাওয়া উচিত। 
এতে করে নতুন মা ও তার নবজাত দুজনই সুস্থ থাকবে ও পুষ্টিও নিশ্চিত হবে। 
এসডিজির লক্ষ্যমাত্রা বাস্তবায়নের জন্য ব্রেস্ট ফিডিংকে জোরদার করতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। নতুন মাকে মানসিক ও পুষ্টিগত সহযোগিতা করেই মা ও শিশুর পুষ্টি নিশ্চয়তা দেওয়া সম্ভব।

Wednesday, December 27, 2023

হাঁসের বিরিয়ানি রান্না teach

December 27, 2023 0

 শীতকালে হাঁসের মাংসের স্বাদই আলাদা। হাঁসের মাংস দিয়ে তৈরি করা যায় নানা রকমের মজার পদ। তেমনই একটি হাঁসের বিরিয়ানি

হাঁসের বিরিয়ানি

atOptions = { 'key' : '1ae366f00c28b45ccd28eb89a3290c26', 'format' : 'iframe', 'height' : 90, 'width' : 728, 'params' : {} }; document.write('');
hidden; padding: 0px;">হাঁসের বিরিয়ানি বাড়িতেই রান্না করতে পারেন
হাঁসের বিরিয়ানি বাড়িতেই রান্না করতে পারেন
ছবি: নকশা

উপকরণ: বাসমতী চাল ১ কেজি, দেশি হাঁসের মাংস দেড় কেজি, মাঝারি আলু ৫টি, টক দই ১ কাপ, আদা বাটা ২ চা-চামচ, রসুন বাটা ১ চা-চামচ, কাশ্মীরি মরিচ গুঁড়া টেবিল চামচ, জিরা গুঁড়া ১ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ৪টি, পাকা টমেটো ৪টি, শাহজিরা বাটা আধা চা-চামচ, জায়ফল বাটা ১ চা-চামচ, জয়িত্রী বাটা ১ চা-চামচ, আস্ত এলাচি, লবঙ্গ, দারুচিনি ৩টি করে, গরমমসলা গুঁড়া আধা চা-চামচ, তেজপাতা ৪টি, আলুবোখারা ৮-১০টি, গরম তরল দুধ ১ কাপ, চিনি ১ চা-চামচ, লবণ স্বাদমতো ও ঘি ১ কাপ।

atOptions = { 'key' : '1ae366f00c28b45ccd28eb89a3290c26', 'format' : 'iframe', 'height' : 90, 'width' : 728, 'params' : {} }; document.write('');
element" style="box-sizing: border-box; margin-bottom: var(--space1_6);">

প্রণালি: হাঁস চার বা আট টুকরো করে কেটে নিতে হবে। শাহিজিরা, জায়ফল ও জয়িত্রী বেটে নিতে হবে। টমেটো ব্লেন্ড করে রাখতে হবে। আলুর খোসা ফেলে আড়াআড়িভাবে কেটে লবণ আর জর্দার রং মাখিয়ে ঘিয়ে ভেজে তুলে রাখুন। এরপর তিন ভাগের দুই ভাগ পেঁয়াজ বেরেস্তা করে তুলে রাখতে হবে। বাকি পেঁয়াজ হালকা ভেজে তাতে আদা-রসুন বাটা আর আস্ত গরমমসলা কষিয়ে হাঁসের মাংস দিয়ে ভালো করে কষাতে হবে। এবার ব্লেন্ড করা টমেটো, পরিমাণমতো গরম পানি আর স্বাদমতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করুন। টক দইয়ের সঙ্গে মরিচ-জিরা গুঁড়ো, শাহজিরা-জায়ফল-জয়িত্রী বাটা মিশিয়ে রাখতে হবে। মাংস অর্ধেক সেদ্ধ হয়ে এলে তাতে এই দইয়ের মিশ্রণ ঢেলে কষাতে হবে। কম আঁচে ঢেকে মাংস রান্না করতে হবে। মাংস প্রায় সেদ্ধ হয়ে এলে ভেজে রাখা আলু দিয়ে দিতে হবে। এবার গরমমসলা গুঁড়ো, আলুবোখারা আর চিনি দিয়ে নামিয়ে ফেলতে হবে।

হাঁসের মাংসের বিরিয়ানিতে মিলবে ভিন্ন করম স্বাদ atOptions = { 'key' : '1ae366f00c28b45ccd28eb89a3290c26', 'format' : 'iframe', 'height' : 90, 'width' : 728, 'params' : {} }; document.write('');
auto=format%2Ccompress&fmt=webp&format=webp&w=640&dpr=1.0" style="background-image: url("/media-placeholder.svg"); border-style: none; box-sizing: border-box; height: 466.594px; inset: 0px; margin: 0px; max-width: 100%; object-fit: cover; padding: 0px; position: absolute; width: 622px;" type="image/webp" />
হাঁসের মাংসের বিরিয়ানিতে মিলবে ভিন্ন করম স্বাদ
ছবি: নকশা

অন্য একটা পাত্রে আস্ত গরমমসলা, তেজপাতা আর প্রয়োজনমতো লবণ দিয়ে পানি ফুটিয়ে তাতে চাল দিয়ে ৭০ শতাংশের মতো সেদ্ধ করে পানি ঝরিয়ে নিন। এরপর ছড়ানো মুখের বড় পাত্রে প্রথমে একটু ঘি মেখে তাতে প্রায় সেদ্ধ ভাতের স্তর (লেয়ার) করে তার ওপর রান্না মাংস আর বেরেস্তার স্তর করুন। এই দুই স্তরের ওপর আবার ভাতের স্তর সাজিয়ে নিন। ভাত আর মাংস সাজানো হয়ে গেলে গরম দুধ ঢেলে দিয়ে অল্প জর্দার রং (ঐচ্ছিক) দিয়ে ঢাকনা লাগিয়ে নিন। এবার চুলায় একটা তাওয়া দিয়ে আঁচ কমিয়ে তার ওপর ভাতের পাত্রটি বসিয়ে দমে রাখুন। আধা ঘণ্টা দমে রাখার পর পরিবেশন পাত্রে নামিয়ে ওপরে আবারও বেরেস্তা ছড়িয়ে নামিয়ে নিন।