click here

get free $100

cool

just one click $50

click here

income button

hellow button

$300

Showing posts with label hot news. Show all posts
Showing posts with label hot news. Show all posts

Sunday, January 5, 2025

A new Donald Trump era: Congress to certify election victory four years after Jan. 6 riot

January 05, 2025 0





WASHINGTON – No one expects an angry mob to show up this time.

Four years to the day that supporters of Donald Trump attacked the U.S. Capitol and tried to halt the certification of the 2020 election, Congress will usher in a new Trump era on Monday when it gathers to count each state’s electoral votes and officially declare him the winner of last year’s presidential contest.

This time, the proceeding is expected to go off smoothly. No rioters storming the Capitol. No one pushing past police barricades and beating officers with makeshift weapons. No lawmakers running through the Capitol’s corridors in fear of their lives. No sitting president pressuring a vice president to thwart the process.

“I think it will almost be a nonevent,” predicted Sen. Richard Blumenthal, D-Con

The difference between then and now is Trump.

Four years ago, the Republican refused to acknowledge he lost to Democrat Joe Biden, claiming the 2020 election was tainted by widespread fraud.

On Jan. 6, 2021, the day Congress was to certify the results of that election, Trump held a rally on the Ellipse with the White House in the background and urged thousands of his supporters to march down Pennsylvania Avenue to the Capitol and “fight like hell.” They did, setting in motion the most violent attack against the seat of government since the War of 1812.

But Trump eagerly embraced the results of last year’s election after he won both the popular vote and the Electoral College over the Democratic nominee, Vice President Kamala Harris. Though Trump had again warned of the possibility of election fraud, he went suddenly silent about those dire predictions after his victory.

Heightened security:Security measures pick up around DC ahead of Jan. 6, Carter funeral, Trump Inauguration Day

Saturday, November 23, 2024

বিয়ের ৪ দিন পর স্বামীর মোবাইলে ভিডিও পাঠান প্রাক্তন প্রেমিক, অতঃপর…

November 23, 2024 0

 

নোয়াখালীর সুবর্ণচরে স্বামীর মুঠোফোনে সাবেক প্রেমিকের পাঠানো ম্যাসেজ, ভিডিও নিয়ে অপবাদের জেরে স্বামীর বাড়িতে প্রাণ দিতে হলো নববধূ ফাহিমা আক্তার পপিকে (২২)। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ঢাকার ওয়ান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শনিবার সকালে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। 

এর আগে, গত বুধবার (২০ নভেম্বর) বিকেলে উপজেলার চরবাটা ইউনিয়নের নিজ বাড়ির পাশে এক আত্মীয় বাড়িতে সে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে।    

পপি উপজেলার চরবাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মো. সেলিমের মেয়ে। তিনি সৈকত সরকারি কলেজে বিএ প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কলেজে পড়াশুনা করার সময় পপির সাথে মহিন ইসলাম রিয়াদের পরিচয় হয়। পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়ে গত সোমবার ১৮ নভেম্বর সন্ধ্যায় বিজিবি সদস্য আব্দুল্লাহ আল মাহমুদের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর রিয়াদ পপির স্বামী মাহমুদের কাছে দাবি করে পপির সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। এরপর রিয়াদ পপির সংসার ভাঙার জন্য তার সাথে পপির বিভিন্ন ম্যাসেজ, যৌথভিডিও তার স্বামীর মুঠোফোনে প্রেরণ করে। এ নিয়ে মাহমুদ ও তার পরিবারের সদস্যরা নববধূকে ‘চরিত্র ভালো নয়’ বলে বিভিন্ন অপবাদ দিতে থাকে। 

পরবর্তীতে মাহমুদ পপির সাথে সংসার করবে না বলে জানায় এবং তার মতো মেয়ে বেঁচে না থেকে মরে যাওয়ার জন্য বলে অপবাদ দেয়। পরে বুধবার সন্ধ্যায় নিজ বাড়ির পাশে এক আত্মীয় বাড়িতে পপি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। তাৎক্ষণিক পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে গেলে গতকাল শুক্রবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, এ ঘটনায় নিহত নববধূর চাচা বাদী হয়ে লিখিত অভিযোগ করেছেন। পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।  



পাহাড়ের তিন রত্ন-কন্যাকে রাজকীয় সংবর্ধনা

November 23, 2024 0

 

রাজকীয়ভাবে সংবর্ধনা দেওয়া হয়েছে পাহাড়ের তিন রত্ন কন্যাকে। সম্প্রতি সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয়ী রুপনা চাকমা, ঋতুপর্ণা চাকমা ও মনিকা চাকমাকে এই সংবর্ধনা দেয়া হয়। শুধু ক্রেস্ট কিংবা ফুলের সংবর্ধনা নয়, ছিল নগদ অর্থও। সংশ্লিষ্টরা বলছেন, এ সংবর্ধনা পাহাড়ের নতুন খেলোয়াড়রাদেরও অনুপ্রেরণা দেবে।

সরেজমিন ঘুরে দেখা গেছে, শনিবার সকাল ৮টা। নানা রঙের ফুলে সাজানো একটি ছাদ খোলা বাস। বাসের সামনে বাদ্যযন্ত্রির দল। সাথে আছে মোটরসাইকেল র‌্যালি। এক ঝাঁক তরুণ-তরুণীকে নিয়ে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ে থেকে রওনা হয় গাড়ির বহরটি। সবুজ পাহাড়ের আকাঁবাকাঁ সড়ক পেরিয়ে রাঙামাটি কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের বিদ্যালয় মাঠে পৌঁছায় গাড়ি বহর। এখানে আগে থেকেই অপেক্ষায় ছিলেন রুপনা চাকমা, ঋতুপর্ণা চাকমা ও মনিকা চাকমা। তাদের নিয়ে ছাদখোলা গাড়ি বহরটি আবার রওনা দেয় রাঙামাটি শহরের দিকে। শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে তাদের আনা হয় রাঙামাটি স্টেডিয়ামে। আগে থেকেই রঙ বেরঙের বেলুন আর ফুল দিয়ে সাজানো ছিল অস্থায়ী সংবর্ধনা মঞ্চ। এসময়  দেশের জন্য গৌরব অর্জনকারী নারী ফুটবলারদের এক নজর দেখতে ভিড় জমে বিভিন্ন বয়সের মানুষের। অস্থায়ী মঞ্চে প্রথমে সংবর্ধনা জানান রাঙামাটি জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান। রুপনা, ঋতুপর্ণা ও মনিকা চাকমার হাতে তুলে দেন ফুল ও ক্রেস্ট। তিন জনকে এক লাখ টাকা করে মোট তিন লাখ টাকার চেকও দেয়া হয়। একইভাবে রাঙামাটি সেনা রিজিয়নের ব্রিগেডিয়ার জেনারেল মো.  শওকত ওসমান তিন রত্ন কন্যাকে তিন লাখ টাকার চেক প্রদান করেন। এছাড়া রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদারও তিন জনকে একলাখ টাকা করে তিন লাখ টাকার চেক প্রদান করেন। এছাড়া রাঙামাটি পৌরসভার পক্ষ থেকে ৫০ হাজার টাকা করে তিন জনকে দেড় লাখ টাকার চেক প্রদান করেন।BD

 
এমন সংবর্ধনা পেয়ে উচ্ছ্বসিত ছিলেন রুপনা চাকমা, ঋতুপর্ণা চাকমা ও মনিকা চাকমা। তারা বলেন, পাহাড়ের মেয়ে হয়ে আমরা বাংলাদেশের জন্য খেলতে পেরে খুবই আনন্দিত। আমাদের এ অর্জন রাঙামাটি ও খাগড়াছড়িবাসীর অনুপ্রেরণা। আমরা আমাদের জন্মস্থানের মানুষদের ভালোবাসা কখনো ভুলবো না।
  
এ সংবর্ধনার মধ্যে দিয়ে অনুপ্রেরণা তৈরি হবে পাহাড়ের নতুন খেলোয়াড়দেরও বলেন রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. শওকত ওসমান। তিনি বলেন, পাহাড়ের এ কন্যাদের জয় একটা সম্প্রীতির মেলবন্ধন তৈরি করেছে। নতুন খেলোয়াড় উঠে আসার জন্য আজকের এ সংবর্ধনা একটি বড় প্লাটফর্ম। এ সংবর্ধনা থেকে আমরা যেমন তাদের অভিনন্দ জানাচ্ছি। তেমনি শিক্ষার্থীরা অনুপ্রেরণা পাবে খেলার প্রতি। 

রাঙামাটি জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান বলেন, আমরা চেষ্টা করেছি জয়ীদের যথাযত সম্মামনা দিতে। সংবর্ধনাটি উচ্ছ্বাসে পরিণত হয়েছে মানুষের মধ্যে। রাঙামাটিবাসী তাদের সংবর্ধনা দেখে আনন্দিত। আনন্দিত সাফ জয়ীরা। আমরা চেষ্টা করছি বিকেএসপি প্রতিষ্ঠা করতে রাঙামাটিতে। বিকেএসপি প্রতিষ্ঠা হলে পাহাড়ে হাজারো রুপনা, ঋতুপর্ণা ও মনিকা চাকমা তৈরি হবে। খেলার প্রতি আগ্রহ বাড়বে এ অঞ্চলের সন্তানদের।



Thursday, October 31, 2024

চ্যাম্পিয়নদের অপেক্ষায় বাফুফে ভবনে ক্রীড়া উপদেষ্টা

October 31, 2024 0

 

চ্যাম্পিয়নদের অপেক্ষায় বাফুফে ভবনে ক্রীড়া উপদেষ্টা




বাংলাদেশ নারী ফুটবল দল কাঠমান্ডু থেকে চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে ঢাকায় ফিরেছে। ছাদখোলা বাসে বিমানবন্দর থেকে সাবিনা-ঋতুপর্ণারা এখন বাফুফে ভবনের পথে।  
নারী ফুটবলারদের সংবর্ধনা জানাতে ইতোমধ্যেই বাফুফে ভবনে উপস্থিত রয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। অপেক্ষায় আছেন সাবিনাদের বাফুফে ভবনে আসার।
বিকাল ৪টার দিকে ছাদখোলা বাসে উঠলেও ধীরগতির কারণে এখনো গন্তব্যে পৌঁছাতে পারেননি ফুটবলাররা। দীর্ঘক্ষণ বাসে থাকার ক্লান্ত তো বটেই অনেকেই ক্ষুধার্ত হয়ে পড়েছেন।  
গত আসরেও সাফ চ্যাম্পিয়ন হওয়ার ছাদখোলা বাসে করে বাফুফে ভবনে যান নারী ফুটবলাররা। এবারও ঠিক তেমনটাই হচ্ছে। এর আগে গতকাল দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে আসরের ফাইনালে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে মেয়েদের সাফের শিরোপা ধরে রাখে বাংলাদেশ। হিমালয়ের দেশে আবারও সফলতার খুঁটি গেড়ে তারা নিজেদের নিয়ে গেলেন অনন্য এক উচ্চতায়।

Monday, October 21, 2024

শেখ হাসিনার পদত্যাগ ইস্যু ‘মীমাংসিত’, বিতর্ক সৃষ্টি না করার আহ্বান রাষ্ট্রপতির

October 21, 2024 0

 

শেখ হাসিনার পদত্যাগ ইস্যু ‘মীমাংসিত’, বিতর্ক সৃষ্টি না করার আহ্বান রাষ্ট্রপতির

সোমবার রাষ্ট্রপতির কার্যালয়ের এক প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়েছে।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের বিষয়টি মীমাংসিত এবং এ বিষয়ে নতুন করে কোনো বিতর্ক সৃষ্টি করে অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল কিংবা বিব্রত করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

আরও