click here

get free $100

cool

just one click $50

click here

income button

hellow button

$300

Wednesday, July 5, 2023

কবিতার নাম : সুন্দর গ্রামের কথা

 


রচনায :  মো: হারুন অর রশিদ

 

 আমাদের সুন্দর গ্রামের  দীর্ঘ প্রিতি,

কাছে নদীর তীরে সুখময় স্তৃতি

বাগানের পাখির সুরে মধুর মাখা,

কতো  যে রঙিন স্বপ্ন আকাঁ।

 

সুন্দর গ্রামের সাথে মেলে

 সুখে পরিপূর্ণ জীবনের চলার পথে

 হাজার  অনুসরণ করে,

সুন্দর গ্রামের স্বপ্নময় দিন,

সামরিক স্নেহে আছে ভরে

 

 রঙিন সমৃদ্ধি সম্মানে

তাই গাহি আমি মাতৃভূমির গীতি।

প্রশংসায় মেতে উঠে মন,

হাজারো স্বপ্নময় ভেসে ওঠে ইতি।

 

গ্রামের পাখির গান সুরে সুরে,

মানুষের হৃদয় ছুঁয়ে যায়

 ঘাসের মাঝে বসন্তের মেলা

 আপন প্রকৃতি চমকে উঠে ধায়।

 

বাগানে ফুলের প্রদীপ্ত ঝিল,

 পুষ্প ছড়িয়ে দেয় মধুর মৌসুমে।

পুরনো দিনের মধুর স্মৃতি

 স্নেহের সম্রাট একটা ছোট গ্রামে।

 

সূর্যের উদয়ে দাওয়ানো রঙ মেলা,

কখনো বসন্তের হেলানো খেলা।

গ্রামের পথে চাঁদের আলোতে হেঁটে,

ডেকে আনে তন্দ্রার শত অবহেলা।

 

হাওয়ায় সাঁতারে গানের সুর প্রবাহে,

সানান্দে উঠে আছে মধুময় সকাল,

 আলো ঝর্ণায় মৃদু বাতাস পাড়ি,

আমাদের সুন্দর গ্রামের স্বপ্ন মনোহারী।

 

 

 

No comments:

Post a Comment