রচনায়: মো: হারুন অর রশিদ
ধুলায় ধুলাক্ত মাটিতে জাগে
সবুজের মেলা,
নীল আকাশে জাগে
কালো মেঘের ভেলা।
পল্লী মায়ের কোলে জাগে
শিশুর মুখে হাসি
গাঁয়ের মেঠো পথে জাগে
রাখাল ছেলের বাঁশি ।
চাষার বুকে জাগে সদা
নূতন ফসলের মেলা,
রাত্রে জাগে মিটিমিটি
চাঁদের আলোর খেলা।
কুসুম বাগে জাগে দেখো
নব কলির ফুল ,
প্রজাপতি মৌমাছির মনে
জাগে সদা দোল।
আমার বুকে জাগে সদা
জীবনের কতো স্বপ্ন আশা,
নিত্য দিনের নিত্য সাথী
সে যে আমার কতো ভালোবাসা।
No comments:
Post a Comment