রচনায়: মো: হারুন অর রশিদ
বই পড়ো, বই হলো
সবার জ্ঞানের বই,
আমি বই পড়াকে ভালোবাসি
প্রাণের হিয়ায় লই।
তুচ্ছ করে যে বই পড়াকে
সিদ্ধ করে না যে আপন প্রাণ,
বই পড়াতে বয়ে চলে
প্রীতির অবপান।
বই পড়াকে যেজন ভালোবাসে
সেইতো মহা জ্ঞানী,
আর যেজন নাকি পদে দলে
শুনে না সে বানী।
লুকায় যদি ছাত্র র্বন্দ
বিদ্যার জলধারা,
বইয়ের বানী বহিয়া প্রাণে
সাজায় বসুন্ধরা।
অর্জন করল যত মহানর
জ্ঞানের নিশাপতি,
সাহিত্যের দুয়ার খুলে তারা
সাজায় বসুমতি।
হলো যারা জ্ঞানী গুণি
এ ধরনীর বুকে,
আজো তাদের জীবন কথা
বইয়ের মাঝে লিখে।
No comments:
Post a Comment