রচনায় : মো: হারুন অর রশিদ
ঘরে ঘরে জ্বরের ছায়া,
ডেঙ্গুর আতঙ্ক নামাল দেখো,
এডিস মশাবাহিত ভাইরাসে
জীবন সুরক্ষায় সতর্ক থাকো।
আতঙ্কে জ্বর জ্বর বাড়ে
সৃষ্টি হচ্ছে মানুষের ভীতি,
ডেঙ্গুর বিষ ছড়িয়ে পড়ছে
প্রতিরোধে করি আকুতি।
মশাগুলোর আক্রমণ
শত্রুবাদী নয় শুধু জঙ্গলে,
অন্ধকারে দাগ ছড়িয়ে দেবে
তোমার দেহের অঙ্গণে।
এডিস এ মশাগুলো
জঙ্গলেই শুধু না থাকে,
থাকে তোমার ঘরে কিংবা
জিনিস পত্রের ফাঁকে।
গায়ে দাগ কাটা মশার
ভীষণএ আক্রমণে,
মানুষের জীবন হুমকিতে
নামতে হবে দমনে।
তাই প্রতিদিন পরিস্কার রাখো
সকল কিছু সাবধানে,
বাস্তবে ডেঙ্গু নিয়ে আবার
যুদ্ধ লড়ো অবদানে।
No comments:
Post a Comment