কবিতার নাম
: খাল বিল
রচনায়: মো:
হারুন
অর
রশিদ
আমাদের বাড়ির সামনে
ভেসে গেছে খাল বিল,
আষাঢ় শ্রাবন মাসে
মাছে করতো কিল কিল।
কৃষাণ ছেলে মাছ ধরতো
খালের পাড়ে বসে,
পাড়ার লোকেরা ধরতো মাছ
বিলের আশে পাশে।
পাড়ায় পাড়ায় মাছের গন্ধে
বিরক্ত হতো চলাফেরা,
সারা বছর থাকতো সুটকি
র্কষকের ডোলা ভরা।
শাপলা ফুলে দুলে বিলে
কলমি লতা খালে,
সূর্য“ছড়ায় আলো হাসি
ঝিলিক দিয়ে তালে।
জোঁসনা রাতে চাঁদের হাসি
ঐ বিলেরই তলে,
লক্ষ লক্ষ তারার মেলা যেন
শাপলা ফুলের গলে।
এখনো সেই খাল বিল
আগের মতোই আছে,
মাছের দেখা যায় না সেথায়
ভরে গেছে পাঙ্গাসের চাষে।
No comments:
Post a Comment