click here

get free $100

cool

just one click $50

click here

income button

hellow button

$300

Thursday, September 28, 2023

:আমি প্রার্থনা করি

 



কবিতার নাম :আমি প্রার্থনা করি

রচনায় : মো: হারুন অর রশিদ

 Get video

আমি প্রার্থনা করি সবার তরে

জীবনেরকখনও না আসুক  ক্লান্তির ছায়া,

আঁধারে জ্বলুক খুশির আলো

ভোরের নিঝুম বাতাসের যতো মায়া।

 

আমি প্রার্থনার  শব্দ প্রবাহিত করেছি সব

মমতার  স্নেহে  করে  নিয়ে নাও,

আমার জীবনে পাপ রাশি গুলো ওগো প্রভু

ক্ষমা করে দাও।

 

আমি চাই তুমি সবার জন্য শান্তি এনে দাও,

প্রদান করো আশা  বিশ্বাসের প্রহর,

প্রার্থনা করি হে প্রভু, তুমি সকলের রব

প্রদান করো  তোমার রহমতের নহর।

 

তুমি যদি ক্ষমা না করো হে প্রভু

তাহলে চলে যাবো ক্ষতিগ্রস্তের কাতারে,

জীবন ব্যর্থতার রসাতলে নেই কোনো সীমানা

ভেসে যাবো অকুল পাথারে।

Read more

No comments:

Post a Comment