click here

get free $100

cool

just one click $50

click here

income button

hellow button

$300

Sunday, September 3, 2023

কবিতার নাম : বন্যার জল

 

কবিতার নাম :  বন্যার জল

রচনায় , মোঃ হারুন অর রশিদ

 



দেশ জুড়ে বন্যা থৈ থৈ করে বন্যার জল

 ঘোলা পানি বেড়ে দেখো করে টলমল।

যেদিকে থাকাই শুধু দেখি পানি আর পানি ,

হন্যে হয়ে ছুটছে মানুষ খুঁজে তাদের আশ্রয় খানি।

চারদিক মানুষের মাঝে বাজে হাহাকার ,

শহর, নগর বন্যা জলে হয়ে গেল একাকার।

আকাশ ভরা কালো মেঘে ডাকে গুড় গুড় ,

বন্যার জল মানুষের মাঝে বিপদের মোর।

কোথায় গেলো মাঠের ফসল রুপা আমন ধান ,

গরু বাছুর ছেলে মেয়ে নাহি বাঁচে প্রাণ।

কোথায় তাদের বাড়ি ঘর নেই কোনো ঠিকানা ,

বন্যার জলে ভেসে গেলো তাদের আস্তানা।

খাবার নেই ,পানি নেই , নেই পেটে ভাত ,

জলে ডুবে ভয়ে মরা বেড়েছে উৎপাত।

ত্রাণের আশায় বসে দিন রাত্রি সারা ,

বন্যার জলে হলো যারা সুখের ঘর ছাড়া।

see more 

No comments:

Post a Comment