হেতাফে ০: ০ বার্সেলোনা
মৌসুমটা এত বাজেভাবে শুরু হবে বার্সেলোনার, কে জানত!
হেতাফের মাঠ বিরতির আগেই রাফিনিয়ার লাল কার্ডে ১০ জনের দল হয়ে যায় লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধে লাল কার্ড দেখেন কোচ জাভিও। শেষের দিকে একের পর এক গোলের সুযোগ করেছেন আনসু ফাতি-রবার্ট লেভানডফস্কিরা। ওদিকে জেমি মাতা লাল কার্ড দেখায় হেতাফেও প্রায় আধঘন্টা খেলেছে ১০ জন নিয়ে। তিন লাল কার্ডের ম্যাচটা শেষ পর্যন্ত জিততে পারেনি কোনো দলই, হয়েছে গোলশূন্য ড্র। প্রথম ম্যাচেই পয়েন্ট হারিয়ে তাই মৌসুম শুরু হলো বার্সেলোনার। হেতাফের মাঠে এ নিয়ে লিগে টানা চতুর্থ ম্যাচে গোল করতে ব্যর্থ বার্সেলোনা।
No comments:
Post a Comment